কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আজ ২১ মার্চ রবিবার বেলা ১২ টায় নেহাল গ্রীণ পার্কে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এম.এ হানিফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জ থেকে আগত সভাপতি মোঃ রুস্তম আলী, নিকলী থেকে আগত সহঃ সভাপতি সাইফুল ইসলাম, পাকুন্দিয়া থেকে আগত সভাপতি এ.কে এম ফখরুদ্দিন আহমেদ, তাড়াইল উপজেলা থেকে আগত সিনিয়র সহঃ সভাপতি রফিকুল ইসলাম রাজু, কুলিয়ারচর থেকে আগত সভাপতি কবির উদ্দিন, বাজিতপুর থেকে আগত সভাপতি আশরাফুল জাহান খান, ভৈরব উপজেলা থেকে আগত সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এমআরপি’র সুবিধা- অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের উত্তোরুত্তর সাফল্য কামনায় নানা মুখী দিক নির্দেশনা পেশ করেন।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে।
s
