হোম রাজনীতি বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয় : কর্নেল অলি

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ আমাদের সবার, এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচানোর আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করতে হবে।

তিনি বলেন, কেউ বেঈমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।

এ সময় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে সর্বাত্মকভাবে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান এলডিপির প্রেসিডেন্ট।

কর্নেল অলি বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে। সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, ধুকে ধুকে মরে লাভ নেই। পাঁচ বছর কষ্ট করার চেয়ে ১০ থেকে ১২ দিন কষ্ট করাই শ্রেয়। সেজন্য সব সক্ষম মানুষকে কর্মসূচি পালনে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন