হোম অর্থ ও বাণিজ্য বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতে রয়েছে: বাণিজ্যসচিব

বাণিজ্য ডেস্ক :

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যে অস্থির অবস্থা চললেও বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতে রয়েছে।

বুধবার (১৮ মে) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভার শুরুতে এমন মন্তব্য করেন তিনি। পাশাপাশি, দ্রব্যমূল্য নিয়ে অস্থির পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ী নেতাদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব।

বাণিজ্য সচিব বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যে অস্থির অবস্থা চলছে। অনেক পণ্যের ঘাটতিও আছে। বাড়ছে দামও। তবে সেদিক থেকে বাংলাদেশ এখনো বেশ স্বস্তিতে রয়েছে। দেশে যা হয়েছে, সেটি কিছু ব্যবসায়ীর অপতৎপরতার কারণেই। যার দায় পুরো ব্যবসায়ী সমাজের ওপর পড়ছে। সরকার সেদিক থেকে সতর্ক রয়েছে। প্রয়োজনীয় যা করার তা করা হচ্ছে। তবে শঙ্কা কাটেনি।

কোরবানির ঈদ সামনে রেখে পণ্য মজুতের ব্যাপারে সচিব বলেন, পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। ভবিষ্যতে এসব পণ্য মজুত করে কেউ যাতে সুযোগ নিতে না পারে, সে জন্য যার যার জায়গা থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে দ্রব্যমূল্যের সঙ্গে সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ছাড়াও এফবিসিসিআইসহ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন