হোম জাতীয় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য: সালমান এফ রহমান

জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। তবে গঠনমূলক আলোচনায় বসতে সরকারি দলের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন এমপি।

ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বাদ পড়েনি আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রিক আলোচনা। ব্রিটিশ এমপির কাছ থেকে তাগিদ এসেছে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ, আর বিরোধীদলের সঙ্গে সংলাপে বসার। তাদেরকে অবশ্য পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, আলোচনায় বসতে আপত্তি নেই। তবে নির্বাচন হবে সংবিধান মেনে।

সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য। এজন্য বিরোধীদলের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছে তারা।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন আলোচনা হবে না। নির্বাচন হবে সংবিধান মোতাবেক।

নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, এটা বিরোধীদলকে বোঝানোর অনুরোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে আড়ালে চলে যাওয়া রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে ।

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও ১১ মিলিয়ন পাউন্ড দিয়েছে জানিয়ে তিনি বলেন, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা ইস্যু পেছনে চলে গেছে। তবে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। তারা মিয়ানমারের ওপর চাপ অব্যহত রাখবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন