হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসুচি প্রাতিষ্টানিকীকরন নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায়

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসুচি (এইচএলপি) প্রাতিষ্টানিকীকরন নেটওয়ার্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসুচি প্রাতিষ্টানিকীকরন প্রকল্প এনআইএলজি ঢাকার আয়োজনে ও জেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগিতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের উপকণ্ঠে মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্টের কনফারেন্স রুমে উক্ত কর্মশালায় অনলাইনে সংযুক্ত (জুমে) হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুগ্ন সচিব ও এইচএলপি’র প্রকল্প পরিচালক ইফরাত হোসেন খান।

স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে ও ব্রেকিং দ্যা সাইলেন্স এর সাতক্ষীরার প্রকল্প অফিস ইনচার্জ শরিফুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, সহকারী প্রকল্প পরিচালক ইমরানুর রহমান প্রমুখ।

এইচএলপি প্রকল্পের বিষয়ে বিবস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর পরিচালক জাহিদুল ইসলাম। দিনব্যাপী উক্ত কর্মশালায় এ সময় জেলার ৩৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পরবর্তীতে বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদগুলো ‘ভালো-শিখন মার্কেট প্লেস’ পদ্ধতির মাধ্যমে নিজ নিজ ইউনিয়ন পরিষদের জন্য এক বা একাধিক ভালো-শিখন নির্বাচন করে এবং আগামী ইউপি বাজেটে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করেন। প্রকল্প পরবর্তী সময়ে স্ব-উদ্যোগে এইচএলপি কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা সমাপ্ত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন