রাজনীতি ডেস্ক :
বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও অনেক কম বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে জ্বালানির দাম সমন্বয় করে আশপাশের দেশের পর্যায়ে গেছে মাত্র। কিন্তু অনেক দেশের তুলনায় এখনও অনেক কম রয়েছে।
মন্ত্রী বলেন, মূল্যবৃদ্ধির পর এদেশে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে গেছে, আশপাশের দেশগুলোতে এ পরিমাণ মূল্যবৃদ্ধি অনেক আগেই করেছে।
তিনি বলেন, তারপরও আরব আমিরাত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশের চেয়ে তেলের দাম এদেশে কম এবং ভারতের সমান। অর্থাৎ মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের তুলনায় কম।
তেলের দাম বাড়ার সুযোগে পরিবহন খাতে ভাড়া যেন অতিরিক্ত বেশি না হয়, তা সরকার দেখবে বলেও আশ্বাস দেন হাছান মাহমুদ।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে কথাবার্তা হবে। নানা মত থাকবে। শুধু সেলফি তুলে সেখানে না দিয়ে এগুলোতে একটু সচেতন হওয়ার জন্য আমি ছাত্রলীগ নেতাদের অনুরোধ জানাব। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে একটি বড় যোগাযোগ মাধ্যম।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি দেশবিরোধী মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।