হোম জাতীয় বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের আরও ১১ সীমান্তরক্ষী

বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের আরও ১১ সীমান্তরক্ষী

কর্তৃক Editor
০ মন্তব্য 99 ভিউজ

জাতীয় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সাথে বিচ্ছিন্নতাবাদী গোষ্টীর দিনভর সংঘাতের জেরে দেশটির বিজিপির আরও ১১ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে বিজিপির মোট ১০৬ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালে তিনি ৯৫ সদস্য আশ্রয় নেয়ার কথা জানিয়েছিলেন তিনি।

শরিফুল ইসলাম বলেন, রোববার দিনভর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ( বিজিপি ) মধ্যে গোলাগুলি অব্যাহত ছিল। এতে সংঘর্ষের জেরে রবিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজিপির ১০৬ জন সদস্য অস্ত্রসহ তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে তারা বিজিপির কাছে আশ্রয় চাইলে হেফাজতে নেয়।

তিনি বলেন, বিজিবি তাদেরকে (বিজিপি) নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় দিয়েছে। বিজিপির আহত সদস্যের চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন