হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশের ১১২৯ সেনা সদস্য নেবে কাতার

অনলাইন ডেস্ক :

পারস্য উপসাগরীয় দেশ কাতারে বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য কাজ করবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেয়া হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে। এর আওতায় আমাদের ৫ হাজারের বেশি সেনা সদস্য সেখানে কাজ করেন।

কাতারের সঙ্গে আমাদের একই ধরনের একটি চুক্তি আজ অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় ১ হাজার ১২৯ জন সেনা সদস্য সেখানে লিয়েনে বা ডেপুটেশনে কাজ করবেন। এই চুক্তির মেয়াদ হবে সাধারণত ৫ বছর। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।’

মন্ত্রিসভার আজকের বৈঠকে মোট আটটি এজেন্ডা নিয়ে আলাপ হয়। এরমধ্যে মধ্যে চারটি ছিল অবহিতকরণ। এছাড়াও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেয়ার বিষয়ে এস.আর.ও জারির প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার এ বৈঠকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন