হোম খেলাধুলা বাংলাদেশের ব্যাটিংয়ে ফের বৃষ্টির হানা

খেলাধূলা ডেস্ক:

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের বৃষ্টির হানা। বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় বন্ধ হয়ে গেছে খেলা। ৩৫তম ওভারের তৃতীয় বলের পরে মুষলধারে বৃষ্টি নামায় আপাতত খেলা বন্ধ আছে।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পড়েছে বিপাকে। ৩৪.৩ ওভারে ১৪২ রান করতেই হারিয়েছে ৭ উইকেট। এরপরই বৃষ্টি নামায় আপাতত খেলা বন্ধ আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ ও অ্যাওয়ে সিরিজে দারুণ ব্যাটিং করা বাংলাদেশ আফগান বোলারদের সামনে এদিন কুলিয়ে উঠতেই পারছে না।

এদিন ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৩০ রানে। ১৩ রান করে তামিম উইকেটকিপারের হাতে ক্যাচ দেন ফজলহকের বলে। এই নিয়ে টানা চতুর্থবার তামিমকে আউট করলেন এই বাঁহাতি পেসার। এরপর ৬৫ রানে ফিরে যান আরেক ওপেনার লিটন দাসও। মুজিব উর রহমানের বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি।

ওয়ান ডাউনে নেমে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। মোহাম্মদ নবীর বলে শর্ট ফাইন লেগে ধরা পড়ার আগে করেন ১২ রান।

ষোলোতম ওভারের প্রথম বলের পরেই বৃষ্টি নামে। সে সময় কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। বৃষ্টি শুরুর আগে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছিল টাইগাররা।

এরপর ১১২ রান তুলতে আরও দুই উইকেট হারায় টাইগাররা। ৭২ রানে তৃতীয় উইকেট হারানোর পর সাকিব ও তাওহীদ হৃদয় মিলে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ দেন সাকিব। ৩৫ বলে ১৪ রান করেন সাকিব। ব্যাট হাতে খুব এদিন মোটেই স্বস্তিতে ছিলেন না এই অলরাউন্ডার। গোটা ইনিংসে একটাও বাউন্ডারি হাঁকাতে না পারাটা তাই সাক্ষী দিচ্ছে।

সাকিবের বিদায়ের পর টিকতে পারেননি মুশফিকও। পরের ওভারে রশিদ খান এসে তুলে নিয়েছেন মুশফিককে। এই লেগ স্পিনার বলে পুল করতে গিয়ে বল টেনে আনেন মুশি। প্যাডে লেগে বল ভেঙে দেয় স্টাম্প। ১ রান করেই বিদায় নেন তিনি।

এই ম্যাচ দিয়ে দলে ফেরা আফিফ হোসেনের সামনে সুযোগ ছিল নিজেকে প্রমাণের। কিন্তু ৪ রান করেই রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনিও। আর ৫ রান করা মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লিউ করেন ফজলহক। আফিফের বেলা আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে তাকে ফেরান আফগানরা। অন্যদিকে মিরাজকে শুরুতেই আউট দিলে তিনি রিভিউ নেন। তাতে অবশ্য ফল বদলায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন