স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বেশ কিছু তারকাদের বাদ দিয়ে পাকিস্তান দল সাজিয়েছে।
নিউজিল্যান্ড সফরে থাকা পেসার শাহীন আফ্রিদি বাদ পড়েছেন। নেই সাবেক অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ মোহাহাম্মদ রিজওয়ান আহমদেও। তাদের এবারও বাইরে রেখেছেন নির্বাচকরা।
মূলত চলতি পিএসএলের পারফরম্যান্স মূল্যায়ন করেই দল সাজানো হয়েছে। যার নেতৃত্বে সালমান আলী আগা। সহ-অধিনায়ক শাদাব খান। নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ।
দলটিতে ফিরেছেন হাসান আলী, ফখর জামান, সাইম আইয়ুব। ডাক পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ, হাসান তালাত ও উইকেটকিপার ব্যাটার শাহেবজাদা ফারহান। রয়েছেন ফাস্ট বোলার ওয়াসিম জুনিয়র ও নাসিম শাহ।
শুরুতে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা ছিল। এখন ম্যাচ কমাতে সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সূচি পরে জানানো হবে।
স্কোয়াড: সালমান আলী (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসেন তালাত, ইরফান খান নিয়াজি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহেবজাদা ফারহান (উইকেটরক্ষক) ও সাইম আইয়ুব।