হোম খেলাধুলা বাংলাদেশের বিকল্প হিসেবে বিশ্বকাপে খেলাতে স্কটল্যান্ডের সঙ্গে আলোচনা হয়নি আইসিসির

বাংলাদেশের বিকল্প হিসেবে বিশ্বকাপে খেলাতে স্কটল্যান্ডের সঙ্গে আলোচনা হয়নি আইসিসির

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে টুর্নামেন্টে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাংকিংধারী স্কটল্যান্ডকে নেওয়া হবে। এমনটা জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তবে সংবাদমাধ্যম বিসিবি জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতে। তবে নিরাপত্তা শঙ্কায় দেশটিতে খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে বিষয়টি এখনও সমাধান হয়নি।

বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় আইসিসি যদি অন্য দল নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্কটল্যান্ডই সবচেয়ে এগিয়ে থাকবে। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র‍্যাংকিংধারী। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এখন ১৪তম দল তারা।

তবে বিবিসি স্পোর্টকে জানানো হয়েছে যে এই পর্যায়ে আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি। তবে ডাক পেলে স্কটল্যান্ডের খেলোয়াড়েরা খেলতে প্রস্তুত। বিসিবির প্রতি সম্মান জানিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তাদেরও আইসিসির সঙ্গে কোনো আলোচনা শুরুর পরিকল্পনা নেই।

স্কটল্যান্ডের খেলোয়াড়েরা এখন অনুশীলনে ব্যস্ত। আগামী মার্চে উইন্ডহকে নামিবিয়া ও ওমানের বিপক্ষে ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলবেন তারা।

কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে কিংবা বহিষ্কৃত হলে সেই জায়গায় অন্য দলকে নেওয়ার কী মানদণ্ড, তা জানতে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি স্পোর্ট। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। বাছাইপর্বে ‘পরবর্তী সেরা’ দল স্কটল্যান্ড খেলেছিল তাদের জায়গায়।

কিন্তু ২০২৪ সাল থেকে ২০ দল নিয়ে আয়োজন করা হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ আর বাছাইপর্বে যোগ্যতা নির্ধারণ করা হয় আঞ্চলিক ভিত্তিতে। তাই বিষয়টি আর আগের মতো সরল নেই এবং সম্ভবত আইসিসি এ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিবিসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন