হোম জাতীয় বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ পশ্চিমবঙ্গে

বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ পশ্চিমবঙ্গে

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

জাতীয় ডেস্ক:

আর একদিনের অপেক্ষা মাত্র। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবের দিকে তাকিয়ে রয়েছেন বিশ্বের গণতন্ত্রপ্রিয় মানুষ। ব্যতিক্রম নন প্রতিবেশী ভারতের বাংলা ভাষাভাষীরাও।

প্রতিবেশী বাংলাদেশ হোক কিংবা ভারতের পশ্চিমবঙ্গ। রাজনীতি, খেলা, ধর্মীয় ও সামাজিক উৎসবের দিকে সব সময় নজর থাকে- দুই প্রান্তের বাঙালিদের। আর নির্বাচন হলে তো কথাই নেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্বাচনী আড্ডায় মেতে ওঠা বাঙালির চিরায়ত স্বভাব।

প্রতিবেশী দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নির্ভর করে ভোট উৎসবের মধ্যদিয়ে। তাই বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই পশ্চিমবঙ্গের মানুষের।

তবে অনেকেরই আক্ষেপ, প্রতিবেশি দেশের নির্বাচনী খবরের গুরুত্ব নেই কলকাতার সংবাদ মাধ্যমে।

জনপ্রিয় কোনো রাজনৈতিক দল, যাদের হাতে বাংলাদেশের মানুষ উন্নয়নের ছোঁয়া পাবে, থাকবে নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ, যাদের হাতে সুরক্ষিত থাকবে ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতা, সেই শক্তিকেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় নিয়ে আসবে বলে প্রত্যাশা পশ্চিমবঙ্গবাসীর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন