হোম খেলাধুলা বাংলাদেশের এমন ব্যাটিংয়ে বিরক্ত সিডন্স

খেলাধূলা ডেস্ক :

মিরপুর টেস্টের প্রথম দিন শেষ হওয়ার আগেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন মুমিনুল। তিনি বাদে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। যা মোটেও ভালো লাগেনি ব্যাটিং কোচ জেমি সিডন্সের।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্বিঘ্নে প্রথম ঘণ্টা কাটায় বাংলাদেশ। দ্বিতীয় ঘণ্টা থেকেই একে একে প্যাভিলিনে ফিরতে থাকেন ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা মুমিনুল হক।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ব্যাটারদের থিতু হয়ে ইনিংস বড় করতে না পারায় বিরক্ত হয়েছেন সিডন্স। সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, ‘সাকিব ক্রিজ থেকে বেরিয়ে আসার পর লিটন একটু বেশিই শট খেলার চেষ্টা করেছে। মিরাজ দ্রুত শট খেলেছে যেটা তার খেলার কথা না। তাদের ছয় ঘণ্টা একই গিয়ারে থাকার দায়িত্ব নিতে হবে। আমরা পুরো দিন ব্যাট করার কথা বলেছি। ঝলক দেখানো ২৮-৩০ না। এমন ঘটেই যাচ্ছে।’

সিডন্স ব্যাটারদের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমি এখানে ছয়-সাত মাস ধরে আছি। অনেক আলোচনা হয়েছে, অনুশীলনও। কিন্তু যখন কোনো ব্যাটার ক্রিজে যায়, একজন ব্যাটারই শটটা খেলতে পারে। আমি পারি না তাদের হয়ে খেলতে।’

এদিকে, এইসব সমস্যাকে টেকনিক্যাল বলতে চান না সিডন্স। তিনি বলেন, ‘আমি টেকনিক্যাল ও মানসিক দিক নিয়ে কাজ করি। একটি-দুটি ছাড়া এগুলোকে টেকনিক্যাল মনে হয় না। তারা ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া বা বল তুলে মারার সিদ্ধান্ত নিয়েছে। রাতারাতি এগুলো ঠিক করে দেয়া আমার জন্য কঠিন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন