হোম ফিচার ‘বাংলাদেশের উন্নয়ন রুখতেই বিএনপির লবিস্ট নিয়োগ’

রাজনীতি ডেস্ক :

বিএনপি রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য বোঝে না। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশের বিরুদ্ধে, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে। তারা বাংলাদেশের উন্নয়নকে রুখে দিতেই দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) লালবাগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ পরশ এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

এর আগে বিএনপির নেত্রী খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মন্তব্য করেন যুবলীগের চেয়ারম্যান।

শেখ ফজলে শামস পরশ উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি আজ থেকে ১৫ বছর আগের শহরের চিত্রে ফিরে যান, তাহলে নিশ্চয়ই মনে পড়বে, কত সমস্যার মধ্যে আপনারা ছিলেন। খাদ্য, বস্ত্র, গ্যাস, চুরি, ডাকাতি, খুন, রাহাজানিসহ নানা সমস্যায় জর্জরিত ছিলেন। এমনকি বিদ্যুতের জন্য মানুষের ওপর গুলি চালিয়েছিল বিএনপি-জামায়াত। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, কোনো অধিকার ছিল না।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার সমাজের উচ্চশ্রেণির স্বার্থ রক্ষা করে, আর আমরা রাজনীতি করি আপনাদের মঙ্গল ও উন্নয়নের জন্য। আমরা আজ যে যেই রাজনৈতিক পদ-পদবিতে থাকি-না কেন, সব আপনাদের জন্য।’

বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুধু ভোটের সময় আপনাদের কাছে ভোট চাইতে আসে না। আপনাদের মৌলিক চাহিদা–অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য রক্ষা করা আমাদের রাজনীতি করার প্রধান লক্ষ্য। এটা বঙ্গবন্ধুকন্যার শপথ।’

তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের লক্ষ্য একটাই–মানবিক সমাজব্যবস্থা কায়েম করে এ দেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই লক্ষ্যে চার দশকের বেশি সময় ধরে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বিশ্বের অন্যতম সৎ, দক্ষ ও সেরা প্রধানমন্ত্রীর স্বীকৃতিসহ তিনি অর্জন করেছেন ‘মাদার অব হিউম্যানিটি’, ‘বিশ্বমানবতার নেতৃত্ব, ‘সর্বশ্রেষ্ঠ মানবিক নেতা’, মানবতার চ্যাম্পিয়ন’ ইত্যাদি মর্যাদাপূর্ণ বিশেষণ। তার উন্নয়নমুখী প্রচেষ্টার মাধ্যমে প্রিয় বাংলাদেশও আজ অর্জন করেছে সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রের স্বীকৃতি।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই আগুনসন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি। আজ তারাই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, দেশের টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করছে। এ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দেবে।’

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল কবির রেজার সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনআই আহমেদ সৈকত, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বাবুল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন