হোম জাতীয় বাংলাদেশী ট্রাক ও ড্রাইভারকে ভারতীয় ঔষধ সহ আটক করেছে পেট্টাপোল বিএসএফ।

বাংলাদেশী ট্রাক ও ড্রাইভারকে ভারতীয় ঔষধ সহ আটক করেছে পেট্টাপোল বিএসএফ।

কর্তৃক
০ মন্তব্য 123 ভিউজ

মিলন হোসেন বেনাপোল:

ভারত থেকে  অবৈধ ভাবে ঔষধ নিয়ে আসার সময় বাংলাদেশী এক ট্রাক চালককে ট্রাক সহ  বিএসএফ আটক করেছে। বুধাবার বেলা সাড়ে ৪ টার সময় তবিবার রহমান ওরফে গেটেকে বেনাপোল  পেট্রাপোল চেকপোষ্ট থেকে আটক করে।
আটককৃত তবিবার বেনাপোল পোর্ট থানার  বড়আঁচড়া গ্রামের কালু মোড়ল এর ছেলে।

সুত্র মতে তবিবার রহমান গেটে ভারতে রফতানি পণ্য বাহী গাড়ি নিয়ে সকাল ১০ টার সময় প্রবেশ করে। সে ভারত থেকে পণ্য আনলোড করে ফেরার সময় বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ধরনের  ঔষধ ( ঢাকা মেট্রো- ট- ১৪- ০৪৬৩) নং ট্রাকে   লুকিয়ে নিয়ে আসলে রফতানি গেটে বিএসএফ এর তল্লাশিতে  আটক হয়। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ট্রাক সহ গেটেকে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ ব্যাপারে বেনাপোল আইসিপি ক্যাম্পের  সুবেদার আব্দুল ওহাব এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিএসএফ হাতে বাংলাদেশী  ট্রাক ও ড্রাইভার ওষুধ নিয়ে আটক হয়েছে এটা আবার কাছে কেন জানায়নি ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন