হোম আন্তর্জাতিক বাংলাদেশি অনুপ্রবেশ: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

বাংলাদেশি অনুপ্রবেশ: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আগামী ১৩ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবারের এই নির্বাচনে রাজ্যটিতে আলোচনার অন্যতম প্রধান ইস্যু বাংলাদেশিদের অনুপ্রবেশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ও অর্থ পাচার রুখতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের তদন্ত সংস্থার ঝাড়খণ্ড অফিস মঙ্গলবার দুই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মোট ১৭টি জায়গায় অভিযান চালিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ঝাড়খণ্ডে কিছু বাংলাদেশি নারীর অনুপ্রবেশ এবং পাচারের ঘটনায় ইডি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) অধীনে একটি মামলা দায়ের করেছিল।

ওই মামলার প্রেক্ষিতেই ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের নানা জায়গায় তল্লাশি শুরু করে ইডি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বনগাঁ, ব্যারাকপুরসহ আরও একাধিক জেলায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি।

এ ছাড়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ঝাড়খণ্ডের ৮১ আসনের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ দুই দফায় আগামী ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে ভোট গণনা হবে ২৩ নভেম্বর। বিবিসি বলছে, ঝাড়খণ্ডের এই অঞ্চলকে কেন্দ্র করেই ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যু ক্রমাগত উত্থাপন করে চলেছে ভারতীয় জনতা পার্টি।

গত ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে এক নির্বাচনি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, একবার ঝাড়খণ্ডের সরকার বদলে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, ঝাড়খণ্ড থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়ানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তারা (অনুপ্রবেশকারীরা) আমাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সম্পত্তি দখল করে নিচ্ছে।

এছাড়া ৩ নভেম্বর ঝাড়খণ্ডে প্রচারের সময় আরও একবার রাজ্যের হেমন্ত সোরেনের সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, এই সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ঝাড়খণ্ডের দরজা খুলে দিয়েছে। আমাদের সরকার রাজ্যে (ক্ষমতায়) এলে বেছে বেছে এই অনুপ্রবেশকারীদের তাড়াবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন