হোম অন্যান্য বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত

বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

অনলাইন ডেস্ক:
ভারতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দিল্লিতে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, একদিন থাইল্যান্ড, তুরস্কসহ মোট পাঁচটি দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের কথা ছিল। কিন্তু অনুষ্ঠানটি ভারতীয় কর্তৃপক্ষ স্থগিত করেছে।

জ্যেষ্ঠ কূটনীতিক রাষ্ট্রদূত হামিদুল্লাহ এপ্রিলের শুরুতে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।

বর্তমান নিয়োগের আগে রাষ্ট্রদূত হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন