খেলাধূলা ডেস্ক :
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ১১ হাজার রানের ক্লাবে পৌঁছার রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। ২৬১ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন ভারতের সাবেক ক্যাপ্টেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেই রেকর্ড নিজের দখলে নিলেন ২৫১ ইনিংসে। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।
বাবরের মোট রান এখন ১১ হাজার ২। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বাবরের মোট রান ছিল ১০ হাজার ৯৪৭। টেস্টে ৩ হাজার ১২২ ও ওয়ানডেতে ৪ হাজার ৬৬৪ রান করেছেন তিনি, যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান ৩ হাজার ২১৬। এর আগে দ্রুততম ১০ হাজার আন্তর্জাতিক রানের ক্ষেত্রেও বিরাট কোহলিকে পেছনে ফেলেছিলেন বাবর আজম।
বাবরের রেকর্ডের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টাইগাররা যে এদিন লড়াই করেনি, তা নয়। ব্যাট হাতে লড়াই করেছিলেন সাকিব আল হাসান এবং লিটন দাস। কিন্তু তাদের সব লড়াই ব্যর্থ করে দিয়ে জ্বলে উঠে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান জুটি। সঙ্গে মোহাম্মদ নেওয়াজের ঝড়।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৩ রান করে বাংলাদেশ। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (১৫ বলে ১২ রান) এবং সৌম্য সরকার (৪ বলে ৪ রান) ব্যর্থ হলেও হাল ধরেছিলেন লিটন। তাকে যোগ্য সঙ্গ দেন সাকিব। লিটনের সংগ্রহ ৪২ বলে ৬৯ রান। আর সাকিব করেন ৪২ বলে ৬৮। এই দুই তারকা ছাড়া বাকিদের কেউ জ্বলে উঠতে পারেননি।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে রিজওয়ান ৬৯, বাবর ৫৫ ও নেওয়াজ ৪৫ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন হাসান মাহমুদ। এক উইকেট পান সৌম্য সরকার।