রাজনীতি ডেস্ক:
দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ আজ বুঝতে পেরেছে জনগণের সেবক আওয়ামী লীগ।
নানামুখী চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
শুক্রবার (২৩ জুন) বিকেলে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
দলের সভাপতি বক্তৃতা দিতে উঠতেই পুরো সভাস্থলে তৈরি হয় নির্বাচনী আবহ। ভোটের প্রতীক নৌকা স্লোগান আর করতালিতে দলীয় প্রধানকে বক্তৃতা মঞ্চে স্বাগত জানান নেতাকর্মীরা।
শেখ হাসিনা বলেন, বাঙালির স্বাধিকার, স্বাধীনতা আর গণতান্ত্রিক অধিকার আদায়ে ৭৪ বছরের সংগ্রামমুখর পথ পেরিয়ে পঁচাত্তরে পা রাখল দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।
এ সময় ২০০১ সালে বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা জানান, ক্ষমতার লোভে দেশের সম্পদ বিকিয়ে দেয়ার ব্যক্তি নন তিনি।
অর্জনে-ঐতিহ্যে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় অগ্রযাত্রা তুলে ধরে দলের সভাপতি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে সরকার জনগণের সেবক।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে জনগণের জন্য; জনগণের সেবা করতে।
বিএনপি আমলের বিপরীতে বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতির তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে কাজ করায় এগিয়ে যাচ্ছে দেশ।
তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ আর বাংলা ভাই সৃষ্টি করে সন্ত্রাসী দল বিএনপি ভেবেছিল ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করবে। কিন্তু তারা বাংলার মানুষকে চেনেননি। জনগণের সম্পদ বেচবে আর জনগণের অর্থ লুটপাট করবে, এটা এদেশের মানুষ মেনে নেয়নি।
শেখ হাসিনা আরও উল্লেখ করেন, অনেকে অনেক কথা বলেন। কেউ বলেন, কিছুই নাকি হয়নি। তাদের বলতে চাই, বিএনপি ক্ষমতায় থাকতে কোথায় ছিল দেশ? আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।
এ সময় বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে মানুষ কিছুটা কষ্টে থাকলেও তা থেকে উত্তোরণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।