খেলাধূলা ডেস্ক :
চলতি বিপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে টিকে থাকার লড়াইয়ে থাকা সিলেট সানরাইজার্স। অর্থাৎ টস হেরে শুরুতে ব্যাট করতে হবে সাকিবের বরিশালকে।
সোমবার (৭ জানুয়ারি) সিলেটের বিপক্ষে খুলনার জয়ের পরপরই বরিশালের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যায়। এখন তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে যাওয়া।
অন্যদিকে, পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেটের খোলা চোখে বিদায়ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো আশা আছে। তবে তার আগে বাকি থাকা তিনটি ম্যাচের সবকটিতেই জিততে হবে।
যদিও দুর্দান্ত ফর্মে থাকা বরিশালের বিপক্ষে জেতা একটা চ্যালেঞ্জই তাদের জন্য। তবে হারলে বিদায় নিশ্চিত।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা এবং শফিকুল ইসলাম।
সিলেট সানরাইজার্স একাদশ
রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম এবং সিরাজ আহমেদ।