ঢাকা অফিস :
গত ২৭ শে জুলাই, ২০২০ ইং জার্মান আওয়ামী লীগের উদ্যোগে ত্রি বার্ষিক সম্মেলনের এক (১) বছর পূর্তিতে, বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত, জামাত বিএনপি ও তাঁদের এজেন্টদের কঠোর হুশিয়ারি দিয়ে জুম এর মাধ্যমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু সভাপতিত্ব এ ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমানের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আসাদুজ্জামান খান কামাল এম.পি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এম.পি ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউরোপের সকল দেশের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতারা ও জার্মান আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও কর্মী বৃন্দ।
বক্তারা বলেন বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে যখন লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করছে, ঠিক সেই সময় ঘোলা পানিতে মাছ শিকার করতে, প্রবাস থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া ও স্বাধীনতা বিরোধীদের পক্ষে জামাত ও তাদের এজেন্টরা, আন্তর্জাতিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, নানা ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচারে লিপ্ত আছে।
এইসব জামাত বিএনপি ও তাঁদের দোসরদেরকে তাঁদের এই সব প্রোপাগান্ডাকে শক্ত হস্তে, ইউরোপের আইন মেনে দমন করতে ইউরোপের সকল দেশের আওয়ামী লীগের নেতারা কঠোর হুশিয়ারি দেন । সভায় বক্তারা এইসব দেশ বিরোধী চক্র কে সনাক্ত করতে, ইউরোপের সকল নেতারা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সহযোগিতা করবে ও বাংলাদেশের প্রচলিত আইনে এদের আইনের আওতায় আনার অনুরোধ করেন।
সভায় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের শুভ জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।