বিনোদন ডেস্ক:
সাগরপাড়ের গল্প নিয়ে তৈরি ‘বলী’ সিনেমা। একসঙ্গে সামনে এলো দুটো পোস্টার। রহস্য তৈরি হয়েছে পোস্টার দেখেই। একটি খুবই শান্ত অন্যটি নিষ্ঠুর, বিধ্বংসী। দুটো পোস্টারে যেন রহস্যের গন্ধ জড়ানো। সিনেমাটি এরই মাঝে জায়গা করে নিয়েছে এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে।
পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী, দ্য রেসলার’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে বুসান গেছেন ছবির প্রযোজকর পিপলু আর খান। আরও সঙ্গী হয়েছেন অভিনেতা নাসির উদ্দীন খান। টরন্টো থেকে এক হবেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। আরও থাকবেন সহ প্রযোজক সাইফুল আজিম।
ছবির পোস্টার নিয়ে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘বলী’ সাগরপাড়ের গল্প। সাগরের মতোই দুই রুপের গল্প নিয়ে তৈরি হয়েছে। সিনেমার দুটো পোস্টারে তার প্রতিচ্ছবি ভেসে উঠেছে। পোস্টারেরর ডিজাইনও করেছেন দুইজন ডিজাইনার। তারা হলেন মনিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমীন।
প্রযোজক পিপলু আর খান জানিয়েছেন, ‘খুব ভালো লাগছে একসঙ্গে ‘বলীর’ দুটো পোস্টার হাতে এসেছে। কাঙ্খিত সময়ে হাতে পাওয়ায় বেশি আনন্দ লাগছে। ছবির সঙ্গে যারা যুক্ত সবাইকে শুভেচ্ছা’।
উল্লেখ্য, দক্ষিন কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হয় এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব “বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”। মুল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের সিনেমা ‘বলী, দ্য রেসলার’। এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি চলবে চার অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী দ্য রেসলার’। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন।