হোম ফিচার বলিউডে ২১ বছরের আবেগময় যাত্রা

বিনোদন ডেস্ক :

বলিউডের এ গ্রেডের নায়কদের মধ্যে হয়তো তার নাম আসবে না। কিন্তু সমানভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একাধারে টিকে থেকে একের পর ভার্সাটাইল পারফরম্যান্স দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন অর্জুন রামপাল।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘পিয়্যার ইশক অউর মোহাব্বাত’ থেকে নিশ্চিতভাবেই অনেকটা পথ এসেছেন অর্জুন রামপাল। বলিউডে ২১তম বছর উদ্‌যাপন উপলক্ষে সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগময় এক পোস্ট শেয়ার করেছেন খোদ অর্জুন রামপাল।

প্রথম ছবির স্মৃতিচারণা করে অর্জুন লেখেন: ‘ইন্ডাস্ট্রিতে ২১তম বছরে পা দিয়েছি আমি। আমার বন্ধু ও ভাই রাজিভ রাজ (নির্মাতা)-কে ধন্যবাদ জানাতে চাই, যিনি আগেও আমার প্রতি বিশ্বাস রেখেছিলেন, এখনও রাখছেন। আমি জানি না সে আমাকে সুযোগ না দিলে কী হতো আমার। হয়তো আমি ভেঙে পড়তাম।’

এদিকে, আব্বাস মাস্তানের যুদ্ধের প্লট নিয়ে নির্মিত ‘পেন্টহাউজ’, ‘ব্যাটল অব ভিমা কোরেগাও’ এবং ‘দ্য রেপিস্ট’ সিনেমায় দেখা যাবে অর্জুন রামপালকে। এর মধ্যে ‘দ্য রেপিস্ট’ সিনেমাটি ইতোমধ্যে ২৬তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে। এ ছাড়াও অভিনেতাকে আসন্ন একটি দক্ষিণী সিনেমায় দেখা যাবে বলে জানা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত পোস্ট

মতামত দিন