হোম ফিচার বলিউডে নতুন তারকা দম্পতি আদিত্য- অনন্যা!

বিনোদন ডেস্ক:

গুঞ্জনকে এবার সত্যিতে পরিণত করলেন বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ভারতীয় সংবাদ মাধ্যম রেডিও টুডে দেয়া এক সাক্ষাৎকারে এমনই আভাস দিলেন অভিনেত্রী।

সম্প্রতি ওই সাক্ষাৎকারে বলি নায়িকা অনন্যাকে বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, এখনও তিনি অনেক ছোট, বিয়ের বয়স হয়নি।

তবে পরিকল্পনা না থাকলেও বিয়ে অবশ্যই করবেন তিনি। আর এ সম্মতিতেই গুঞ্জনের ডালপালা ছড়িয়ে পড়েছে যে, বলি নায়ক আদিত্য কাপুরের সঙ্গে সম্পর্কের গভীরতায় জড়িয়েছেন অনন্যা।

এ সম্পর্ককে আরও সিল মোহর দিয়ে পাকা পোক্ত করেছেন বলিউডের আরেক জনপ্রিয় নায়ক রণবীর কাপুর। আদিত্য কাপুরের ঘনিষ্ঠ বন্ধু রণবীর কাপুর। এক অনুষ্ঠানে অংশ নিয়ে রণবীর জানিয়েছেন, একটি মেয়ের প্রেমে পড়েছে আদিত্য, যাঁর নামের আদ্যক্ষর ‘অ’ দিয়ে।

রণবীরের এমন মন্তব্য শুনে নেটিজেনদের বুঝতে আর বাকি নেই যে, বলিউডে নতুন তারকা দম্পতি হতে চলেছেন আদিত্য কাপুর ও অনন্যা পাণ্ডে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন