জামাল উদ্দীন :
সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘাটের বেহালদশা। ভুক্তভোগীরা চলতি বর্ষা মৌসুমে পড়েছেন চরম বিপাকে।গ্রামবাসীর চাওয়া পাওয়া পুরুনে এক কৃতি সন্তান নিজ উদ্যোগে চলাচলের জন্য রাস্তা সংস্কার করে দিচ্ছে।
শুক্রবার সকালে শাকদাহ হতে যুগিপুকুরিয়া গ্রামের রাস্তায় রাভিস ও আদলা ইট ফেলে চলাচলের উপযোগী করে দেন।আগামীকাল তৈলকুপি ও আমতলার ডাঙ্গা রাস্তা সংস্কার করবেন বলে জানিয়েছেন পাটকেঘাটা সমাজ কল্যাণ পরিষদ ও পাটকেলঘাটা ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব পলাশ।