হোম ফিচার বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ইইউকে ফখরুল

রাজনীতি ডেস্ক:

বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক হলেও অন্য দেশের প্রেসক্রিপশনে বিশ্বাস করে না বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, তারা বলেছেন, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা তাদের পরিষ্কার করেছি বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাতে নিরপেক্ষ, নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে তাতে গত দুটি নির্বাচনে এটি প্রমাণিত হয়ে গেছে যে তাদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাস ও কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছে বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সপ্তাহে ইইউ প্রতিনিধি দলের আগমনসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে।

এছাড়া সংলাপ বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোনো দেশ বা সংস্থার প্রেসক্রিপশনে বিশ্বাস করে না বিএনপি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন