হোম ফিচার বর্ণবিদ্বেষের সমস্যা বলিউডে অনেক বেশি

বিনোদন ডেস্ক :

শোবজের অন্যতম গুণী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ওটিটিতে একের পর এক ভিন্ন ধারার ওয়েব সিনেমা করে প্রশংসা কুড়িয়েছেন বেশ। বর্তমান সময়ে নওয়াজউদ্দিন সিদ্দিকীর খ্যাতি বলিউড ছাড়িয়ে এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ভারতীয় এক সাক্ষাৎকারে অভিনেতা নাওয়াজ বলেছেন, ‘একজন হিরোর কাছে তার শরীরই সবটা। সিক্স প্যাক আর আবেদনময় শরীরের সাহায্যেই বক্স অফিস মাতিয়ে রাখেন তিনি। কিন্তু সময় থেমে থাকে না। হিরোরাও বৃদ্ধ হন, কালের নিয়মে ভেঙে পড়ে শরীর। জায়গা দখল করেন নতুন হিরোরা। কিন্তু অভিনেতাদের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম। অভিনয়কে হাতিয়ার করেই তারা ইঁদুরদৌড়ে সামিল হন। জীবনে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমনে জীবিত থাকেন তিনি। তাই তর কাজেরও অভাব হয় না।’

ওটিটির তিনি ‘সুপারস্টার’। সাফল্য এসেছে মধ্যবয়সে। ‘কাহানি’ সিনেমায় অভিনয়ের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। ‘কন্টেন্ট ইজ দ্য কিং’এই মন্ত্রে দীক্ষিত নওয়াজের হাতে এখন গুচ্ছ ছবি। সম্প্রতি সুধীর মিশ্রর ‘সিরিয়াস মেন’-এ অভিনয়ের জন্য আন্তর্জাতিক এমি নমিনেশন পেয়েছেন নাওয়াজ। তবে এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এ কথা খুব স্পষ্ট ভাবে তিনি চবলেছেন, বর্ণবাদ এর কারণে তিনি অনেক সমস্যায় পড়েছেন। এসব বিষয়ে কথা বলতেই বলিউড এবং বর্ণবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন নাওয়াজ।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নাওয়াজ বলেছেন, ‘ বলিউডে নেপোটিজমের থেকেও বর্ণবিদ্বেষের সমস্যা বলিউডে অনেক বেশি।’

নাওয়াজকে সবশেষ দেখা গেছে নেটফ্লিক্সের ‘সিরিয়াস মেন’-এ। মুক্তির অপেক্ষায় আছে বোলে চুড়িয়া, ‘জোগিরা সারা রা রা’, ‘হিরোপান্তি টু’, ‘টিকু ওয়েডস শেরু’ সহ আরও অনেকগুলো সিনেমা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন