হোম ফিচার বরেণ্য সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই, সংকল্প নিউজের শোক জ্ঞাপন

সংকল্প ডেস্ক :

বরেণ্য সাংবাদিক সুভাষ চৌধুরী ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন। আজ সোমবার বিকালে সাতক্ষীরা শহরের সরকার পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৩ (তিয়াত্তর) বছর। প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরী মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সুভাষ চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীরর জন্মস্থান খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। তিনি দীর্ঘদিন তালা উপজেলার কুমিরা গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। তখন সুভাষ চৌধুরী পাটকেলঘাটা হাই স্কুলে শিক্ষকতা করতেন। তার স্ত্রী মিনতী রায় চৌধুরী কুমিরা পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। সত্তরের দশকে সুভাষ চৌধুরী শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা শহরের পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা জীবনের ইতি টানেন । সুভাষ চৌধুরী অধুনালুপ্ত দৈনিক বাংলার পত্রিকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি ভোরের কাগজ পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে সুভাষ চৌধুরী দৈনিক যুগান্তর পত্রিকায় যোগদান করেন। জন্মলগ্ন থেকে তিনি স্যাটালাইট টেলিভিশন এনটিভিতে সাতক্ষীরা জেলা প্রতিনিধির দায়িত্বরত ছিলেন। যুগান্তর ও এনটিভিতে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়।

প্রয়াত সাংবাদিক সুভাষ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংকল্প নিউজ এর সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, উপ-সম্পাদক কাজী শওকাত হোসেন ময়না, নির্বাহী সম্পাদক কাজী শহিদুল হক রাজু, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নিজাম সরদার, বার্তা সম্পাদক সৈয়দ শামসের ই এলাহী (পরশ), মফস্বল সম্পাদক অন্তর বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি মামুন রেজা সহ সংকল্প নিউজ পরিবারের সকল সংবাদকর্মীরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন