হোম জাতীয় বরিশালে ৪টি ভোটকেন্দ্রে আগুন

বরিশালে ৪টি ভোটকেন্দ্রে আগুন

কর্তৃক Editor
০ মন্তব্য 163 ভিউজ

জাতীয় ডেস্ক:

বরিশালের উজিরপুরের বামরাইল ও শিকারপুর ইউনিয়নের ৪টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক এগিয়ে আসলেও ভোটকেন্দ্রগুলোর দরজা-জালানাসহ বেশকিছু অংশ পুড়ে যায়।

বামরাইল ইউনিয়নের ধামসর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, শনিবার ভোর রাতে দুর্বৃত্তরা বামরাইল ইউনিয়নের হস্তিসুন্ড ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেয়। আগুন দেওয়া হয় একই ইউনিয়নের সানুহার মাধ্যমিক বিদ্যালয় ও ধামসর ভোট কেন্দ্রে। এ সময় ওই কেন্দ্রে পাহারা দেওয়া এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া গতকাল রাতে শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা।

বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাকির হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা ভোটকেন্দ্রে আগুন দিয়ে পালিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, রাতে দুর্বৃত্তরা ৪টি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করায় পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন