জাতীয় ডেস্ক :
বরিশালের উজিরপুরে বাবা-মাকে মারধর এবং জুতাপেটা করার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তিন ছেলে ও পুত্রবধূকে আসামি করে থানায় মামলা করেন মা।
সোমবার (১৪ নভেম্বর) রাতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান।
গ্রেফতার দুই ছেলে হলেন: শ্যামল মন্ডল (২৮) ও অমল মন্ডল (৪০)। তারা উপজেলার কালবিলা গ্রামের দিনমজুর বিশ্বেশ্বর মন্ডলের ছেলে।
উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ১১ নভেম্বর মাকে দুই ছেলে জুতাপেটা ও টানা-হ্যাঁচড়ার একটি ভিডিও ভাইরাল হয়। পরে গুরুতর আহতাবস্থায় মা সরস্বতী মন্ডলকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। এর আগে স্বামীকে মারধরের ঘটনায় ছেলেদের বিরুদ্ধে ১১ নভেম্বর উজিরপুরের সাতলা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন সরস্বতী মন্ডল।
ওসি কামরুল আহসান আরও বলেন, মামলার পর দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অপর দুই আসামি বিমল মন্ডল ও বড় ছেলের স্ত্রী মুক্তা মন্ডলকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে হারতা ইউনিয়ন চেয়ারম্যান অমল মল্লিক বলেন, বাবা-মাকে মারধরের ঘটনায় শনিবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন এ দম্পতি। অভিযোগের কারণে শনিবার দুই ছেলে আবারও মাকে পিটিয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, বাবা-মাকে মারধর করায় দুই ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হামিন সুলতানা বলেন, ‘ছেলের মারধরে শারীরিকভাবে তেমন অসুস্থ না হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন বৃদ্ধা মা। হাসপাতালে এসেছেন আশ্রয়ের জন্য। এখানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন। এখান থেকে তিনি যেতে চাচ্ছেন না।’
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে সরস্বতী বাদী হয়ে মামলা করলে পুলিশ তার দুই ছেলেকে গ্রেফতার করে।
