হোম জাতীয় বরিশালে বাছাইপর্ব দিয়ে শুরু বাংলাবিদ

জাতীয় ডেস্ক :

করোনার স্থবিরতা কাটিয়ে পঞ্চমবারের মতো বরিশালে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। আয়োজকরা জানান, বাংলা ভাষার গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এমন আয়োজন। আর বাংলায় নিজেদের সেরাটা দিতে বাংলাবিদে আসার কথা জানান অংশগ্রহণকারীরা।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আগেভাগেই এসে হাজির হন প্রতিযোগীরা। নগরীর বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বাছাই পর্বকে কেন্দ্র করে অভিভাবক ও প্রতিযোগীদের মাঝে ছিল টানটান উত্তেজনা।

অভিভাবকরা জানান, প্রতিটি সন্তানের উচিত ৫২-র ভাষা আন্দোলন ও ত্যাগের কথা জানা। ভাষাকে মন দিয়ে ভালোবাসা। তাই সন্তানদের মাঝে বাংলা ভাষার মহত্ত্ব ছড়িয়ে দিতেই বাংলাবিদে নিয়ে এসেছেন তারা।

প্রতিযোগীরা জানান, বাংলা ভাষাকে আরও ভালো করে জানতে সবসময়ই পরিশ্রম করছেন তারা। প্রতিযোগিতায় ফলাফল যা-ই হোক, শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে বাংলা ভাষাকে আরও ভালো করে শেখার কথা জানান তারা।

এদিকে করোনা মহামারির কারণে গত দুই বছর আয়োজন করা যায়নি বাংলাবিদ প্রতিযোগিতার। এ বছর সারা দেশ থেকে প্রায় দেড় লাখ প্রতিযোগী এই আয়োজনে নিবন্ধন করেছেন। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, উচ্চারণ ও ব্যাকরণের দক্ষতার মধ্য দিয়ে প্রতিটি বিভাগ থেকে সেরা ২০ জনকে বাছাই শেষে ঢাকায় শুরু হবে মূল পর্ব।

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের অনুষ্ঠান পরিচালক তাহের স্বপন বলেন, ‘বাংলা ভাষার গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’

ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি বলেন, ‘এবারের আয়োজনে বরিশাল বিভাগে মোট সাত হাজার শিক্ষার্থী বাংলাবিদ প্রতিযোগিতায় নিবন্ধন করেছিল। এর মধ্যে বাছাইপর্বে অংশ নিয়েছে ৮০০ জন। মূল পর্বে দেশসেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন