হোম জাতীয় বরিশালে এক মাসে ঝরল ৫৬ প্রাণ

জাতীয় ডেস্ক :

বরিশালে গত এক মাসে সড়কে প্রাণ গেছে ৫৬ জনের। বেপরোয়া গতির পাশাপাশি সড়ক সরু হওয়ায় এ দুর্ঘটনাগুলো ঘটেছে বলে মনে করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

পদ্মা সেতু চালুর পর সড়কে যান চলাচলের চাপ বাড়বে কয়েকগুণ। তাই ঢাকা-বরিশাল সড়ক চার লেন করার জোর দাবি উঠেছে।

জানা গেছে, কান্নার আহাজারি গত ২৯ মে’র। ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বাস দুর্ঘটনায় নিমিষেই প্রাণ হারান ১০ জন। শুধু প্রাণহানি নয় পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই।

তার দুদিন আগে বরিশাল নগরীর বান্দরোডে মোটরসাইকেল রাস্তার ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা দিলে ২ যুবক মারা যান। কলেজ পড়ুয়া টগবগে যুবকদের মৃত্যুতে শোকের মাতম চলে পরিবারে।

এমন করেই প্রতিদিন বরিশালের সড়কে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের।

বরিশালের বিএআরটিসির পরিচালক প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, সচেতনতায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব হবে।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান বলেন, উন্নয়নের স্বপ্নটা যে দুঃস্বপ্নে পরিণত না হয়। একটা শঙ্কার জায়গা যেন পরিণত না হয়; কিন্তু সেটা হচ্ছে। ফোর লেনের রাস্তাটা একটি দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে গেছে।

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান জানান, সরকার এখানে ছয়লেন করার জন্য প্রকল্প গ্রহণ করেছে। সেই কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ এর বাস্তবায়ন দেখতে পাবেন।

রোড সেফটির এক জরিপে, গত মে মাসে বরিশালে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। আর প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় ৩৫/৪০ জন রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন