হোম রাজনীতি বরাক নদী রক্ষায় পদযাত্রায় এক মঞ্চে আওয়ামী লীগ-বিএনপি

রাজনীতি ডেস্ক:

‘ময়লার ভাগাড়ে ফুল ফুটুক, শাখাবরাক নদী পরিষ্কার হোক’ এই শ্লোগানে হবিগঞ্জের নবীগঞ্জ শাখাবরাক নদীর চলমান দূষণের প্রতিবাদে পদযাত্রায় মিলিত হয়েছে আওয়ামী লীগ-বিএনপিসহ নানা সামাজিক সংগঠন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রিভার উইংসের ব্যানারে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে শাখাবরাকের তীরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নতুন বাজার মোড়ে পথসভায় মিলিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

পথসভায় রিভার উইংসের আহ্বায়ক তনুজ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, এটিএম সালাম, আয়ান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলী ছালিক মিয়া, শ্রমিকনেতা মাহবুবুল আলম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহসভাপতি এম এ মুহিত প্রমুখ।

পথসভায় বক্তারা শাখাবরাক নদীর দূষণ ও দখল প্রতিরোধ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন