হোম জাতীয় বরগুনায় দুই শতাধিক জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ

জাতীয় ডেস্ক:

বরগুনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সমুদ্রে মাছ শিকারে থাকা ২০টি ট্রলারের খোঁজ মিলছে না। এসব ট্রলারে থাকা দুই শতাধিক জেলেও নিখোঁজ। এদিকে, সমুদ্রে একটি ট্রলারডুবির ঘটনায় ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, ‘উত্তাল সমুদ্রে জেলার ২০টি ট্রলারের খোঁজ মিলছে না। এসব ট্রলারে থাকা জেলেদের ভাগ্যে কী ঘটেছে, তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। বিষয়টি আমরা কোস্টগার্ডকে অবগত করেছি।’

তিনি আরও বলেন, ‘সমুদ্র এখনও বেশ উত্তাল। তাই এখন পর্যন্ত জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। অন্যদিকে, একটি ট্রলারডুবির ঘটনায় ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করা হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন