অনলাইন ডেস্ক:
বরগুনায় টহল শুরু করেছেন নৌ-বাহিনীর সদস্যরা। বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে একযোগে জেলার ছয় উপজেলায় টহল জোরদার করেন তারা। সকাল থেকেই সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়িবহন নিয়ে টহল দিতে দেখা যায় নৌ-সেনাদের।
বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বরগুনায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বানৌজা তিতুমীর নৌ ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনার ছয় উপজেলায় পৌঁছায় নৌ-বাহিনীর পাঁচ শতাধিক সদস্য।
সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় ক্যাপ্টেন এম মাহবুবুর রহমানের নেতৃত্বে বরগুনায় দায়িত্ব পালন শুরু করেছেন তারা।
নৌবাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা এবং ভোলা জেলাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল দিবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।