দেবহাটা প্রতিনিধি :
সিলেটের বন্যা দূর্গত মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন সাবেক জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা। রবিবার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর হাতে এ চেক তুলে তিনি। নির্বাহী অফিসারের মাধ্যমে সিলেটির বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি কোষাগারে কুড়ি হাজার টাকা প্রদান করেন। আল ফেরদাউস আলফা জেলা পরিষদের সদস্য ও উপজেলার কোমপুর গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য যে, আলফা অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। বিভিন্ন এলাকার মানুষকে গৃহনির্মান, ঈদ, পূজা উপলক্ষে খাদ্য ও পোষাক উপহার পৌঁছে দেওয়া। প্রাকৃতিক দূর্যোগ ও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনমত সহযোগীতা করে যাচ্ছেন। একই সাথে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা উন্নয়ন চলমান রয়েছে।