হোম অন্যান্যসারাদেশ বন্ধু মিলন মেলার পক্ষ থেকে যশোর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

যশোর অফিস :

বন্ধু মিলন মেলার পক্ষ থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আক্তারুজ্জামানের হাতে সিলিন্ডার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মিলন মেলার পক্ষে মাহবুব হাসান তাজ, সংগীত শিল্পী হাবিবুর রহমান ওরফে মোল্লা বাবু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম ফারুক প্রমুখ।

প্রসঙ্গত, যশোরে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিনামূল্যে মানুষকে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। তাদের সিলিন্ডার সংকটের কারণে বন্ধু মিলন মেলার পক্ষ থেকে সিলিন্ডার প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন