হোম জাতীয় বনানীতে ড্রেনের ভেতর দিয়ে টানা হয় গ্যাসলাইনে অবৈধ সংযোগ

জাতীয় ডেস্ক :

রাজধানীর বনানী এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান পরিচালনা করেছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস। এ সময় তিনটি পয়েন্টে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে দেখা যায়, ড্রেনের ভেতর দিয়ে টানা হয়েছে গ্যাসের সংযোগ। আর ঝুঁকিপূর্ণ ভঙ্গুর পাইপ ব্যবহারে তৈরি হয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।

রাজধানীর অভিজাত এলাকা বনানী লেকঘেঁষে ছোট্ট খুপরিঘর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, কী ঘটছে ভেতরে। ঢুকেই দেখা যান এ যেন অবৈধ গ্যাস সংযোগের মহাযজ্ঞ। এখান থেকেই গ্যাস সংযোগ চলে গেছে কড়াইল বস্তিসহ বিভিন্ন এলাকায়। বনানী এলাকার বিভিন্ন আবাসিক ভবনেও প্রমাণ মেলে অবৈধ সংযোগের।

এলাকাবাসী জানান, অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে কিছুই জানতেন না তারা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি, প্লাস্টিকের পাইপে গ্যাস সংযোগ হতে পারে বড় কোনো দুর্ঘটনার কারণ। বলেন, প্লাস্টিকের পাইপ গ্যাস সংযোগের জন্য নয়। এ ধরনের পাইপের যথেষ্ট অগ্নিদুর্ঘটনা বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে।

রাজধানীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এ অভিযানে এসে আমরা দেখতে পাই যে মিটারের কেউ কেউ অবৈধ হস্তক্ষেপ করেছেন, কেউ আবার সংযোগ নিয়েছেন, কেউ আবার অনুমোদনের চেয়ে বেশি চুলা ব্যবহার করছেন এগুলো গ্যাস আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। আমরা এসব অপরাধ প্রতিরোধ কল্পে এবং যারা বৈধ গ্রাহক তারা যেন পান সেটা নিশ্চিতে আমরা অভিযান পরিচালনা করছি করব।

এদিন তিনটি পয়েন্টে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন