হোম অন্যান্যসারাদেশ বজ্রাঘাত থেকে রক্ষা পেতে কানাইপুর সংস্কার সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে তালের বীজ রোপণ

ফরিদপুর প্রতিনিধি :

বজ্রাঘাত ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করতে কানাইপুরের সেচ্ছাসেবী সংগঠন সংস্কার সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে তাল গাছের বীজ রোপণ করা হয়েছে।

সামাজিক বন বিভাগ ফরিদপুরের সহযোগিতায় সোমবার সকালে কানাইপুর কলেজ রোড হতে তাম্বুলখানা বাজার পর্যন্ত সড়কের দু’পাশে তালগাছের বীজ রোপণ করা হয়।

সদর উপজেলার কানাইপুরের সেচ্ছাসেবী সংগঠন সংস্কার সমাজ কল্যাণ সংঘটি বিভিন্ন সময় সমাজের কল্যানমূলক কার্যক্রম করে থাকেন। এর অংশ হিসেব আজ সকালে সড়কের দুই পাশে দুই হাজার তাল গাছের চারা রোপণ করেন সংগঠনটি।

চারা রোপনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সানজাউর রহমত,সামাজিক বনবিভাগের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংস্কার সমাজ কল্যান সংঘের সভাপতি সানজাউর রহমতন বলেন, এ সংগঠনটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
আমরা অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় কাজ করে আসছি। সামাজিক উন্নয়নে সব সময় অগ্রণী ভূমিকা রেখে আসছে সংগঠনটি। যার মধ্যে রয়েছে শীতের সময় অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরন,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকমুক্ত সমাজ গড়া,সেচ্ছায় রক্তদান।

তিনি বলেন, এর অংশ হিসেবে এ তাল গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেয়া। তালের চারা রোপনের কারন উল্লেখ করে তিনি বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে।

এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ মন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন