হোম জাতীয় বছর শেষে সমুদ্র সৈকতে পর্যটকের হৈ-হুল্লোড়

জাতীয় ডেস্ক :

বছর শেষে সৈকতে আনন্দ আর হৈ-হুল্লোড়ে মেতেছেন লাখো পর্যটক। সাগরের নোনাজলের পাশাপাশি চড়ছেন ঘোড়ার পিঠে, ঘুরছেন বিচ বাইক ও জেড স্কিতে। আর আনন্দঘন মুহূর্তগুলো বন্দি করছেন ক্যামেরার ফ্রেমে। বিপুল পর্যটকের আগমনে ব্যবসায় ফিরেছে চাঙ্গাভাব।

লাখো পর্যটক, সাগরতীর জুড়ে আনন্দ উৎসব। বালিয়াড়িতে যেমন আনন্দের বন্যা বইছে ঠিক তেমনি নোনাজলেও চলছে হৈ-হুল্লোড়।পর্যটকরা ঘোড়ার পিঠে উঠছেন আর বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন। নোনাজলে টিউব নিয়ে গা ভাসানোর পাশাপাশি জেড স্কিতে চড়ে নীল জলরাশি দেখছেন ভ্রমণপিপাসুরা। আর প্রিয়মুহুর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন ফটোগ্রাফার।

পর্যটকরা বলছেন, বছরের শেষে এখানে পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে এসেছি। পুরনো বছরকে স্মৃতির পাতায় ধরে রেখে নতুন বছরকে কর্মদীপ্ত করতে এ ভ্রমণ অনন্য ভূমিকা পালন করবে।

পর্যটন এলাকার ফটোগ্রাফাররা বলছেন, এটা আমাদের বাড়তি উপার্জনের মৌসুম। এখন দিনে প্রায় ৫-৬ টাকা আয় করা যাচ্ছে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ পর্যন্ত কক্সবাজারে পর্যটকের আগমন অব্যাহত থাকবে।

হোটেল কক্স-টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, ‘আগত পর্যটকরা যাতে তাদের থার্টিফার্স্ট নাইট উৎসব মুখর করতে পারে, সে বিষয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজার ভ্রমণে এসেছে ৩ লাখের বেশি ভ্রমণপিপাসু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন