হোম অন্যান্যসারাদেশ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে বেড়ি বাঁধ ভেঙে কয়রা উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ ভেঙে কয়রা উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আজ দুপুরের জোয়ারে কপোতাক্ষ নদের তীরবর্তী দক্ষিণ বেদকাশী নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অমাবস্যার জোয়ারে ভরা কটাল এর প্রভাবে উপকূলবর্তী কপোতাক্ষ, খোলপেটুয়া সহ নদ নদী গুলোকে তিন থেকে চার ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। আজ দুপুরের জোয়ারে দক্ষিণ বেদকাশী নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধ ভেঙে আশেপাশের কয়েকটি গ্রামে নদীর নোনা পানি ঢুকে পড়ে। জোয়ার শেষে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বাধ আটকাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন