হোম রাজনীতি বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জিয়া, প্রমাণ তুলে ধরলেন জয়

রাজনীতি ডেস্ক:

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিলেন জেনারেল জিয়াউর রহমান, সেই প্রমাণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (১৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এই তথ্যপ্রমাণ তুলে ধরেন জয়।

জয়ের ফেসবুক পোস্টে বলা হয়, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান থাকাবস্থায় ইনডেমনিটি আইন বাতিল, দেশের বাইরে হওয়া কমিশনকে তদন্ত করতে আসতে না দেয়া; খুনি রশীদকে জার্মানিতে, ডালিমকে স্পেনে, নূর চৌধুরীকে কানাডা ও রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে পুরস্কৃত করা হয়।

এরপরও কেউ যদি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং সুবিধাভোগী নয়, তাহলে বুঝতে হবে তারা ছদ্মবেশী শকুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন