হোম ফিচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আজ ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাসপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে অন্তরা সঙ্গীত নিকেতনের ছাত্র- ছাত্রীদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্ভোদন করেন শিক্ষিকা প্রতিমা রাণী বর্মণ ও মমতা বর্মণ।

উস্তাদ বাবু নিখিল চন্দ্র দাস ও অন্তরা সঙ্গীত নিকেতনের ছাত্র- ছাত্রীদের যৌথ পরিচালনায় বঙ্গবন্ধুর স্বরণে আলোচনা করেন, দৈনিক আজকের পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, ওস্তাদ বাবু নিখিল চন্দ্র দাস, শিক্ষিকা প্রতিমা রাণী বমর্ণ, শিক্ষিকা স্বীকৃতি নাগ, মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন, উপমা দাস পূজা, ছোঁয়া দাস, নিকিতা দাস, অপর্ণা দাস সৃজা, অপরাজিতা পাল মণি, আদ্রিতা মিত্র, শাখামণি তণু, স্মিতা দাস।

এরপর ২টি দলীয় সঙ্গীত পরিবেষণ করেন, উপমা ও তার দল, ক্লান্তি ও তার দল।

এরপর শুরু হয় ব্যাতিক্রম ধর্মী এক গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেষণ করেন, অনুশ্রী দাস, স্মিতা দাস, প্রান্তি দাস, আদ্রিতা মিত্র, প্রকৃতি দাস, অপর্ণা দাস সৃজা, শাখামণি তণু, অপরাজিতা পাল মণি, শৈশব বর্মণ, দ্বীপ্তি বর্মণ, অন্তরা বিশ্বাস, ভূমিকা দাস, উপমা দাস পূজা, ক্লান্তি দাস, ঈশিতা রায় ও মোবারক হোসেন।

সর্বশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেষণ করা হয়। এতে নৃত্য করেন, ছোঁয়া দাস, অনুশ্রী দাস, আদ্রিতা মিত্র, ঈশিতা রায়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মোবারক হোসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন