কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা ন্যায় কুলিয়ারচর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ দৌড় (৫ কি.মি.) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দৈনিক আমাদের সময় কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মোঃ নাঈমুজ্জামান নাঈম ৩য় স্থান অর্জন করেছেন ।
সোমবার (১৮জানুয়ারি) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের আয়োজনে থানা সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ।
পরে ঐ মাঠ থেকে দৌড় শুরু করে ৫ কি. মি. দুরত্বে বাজরা বাসষ্ট্যান্ড সংলগ্নে পল্লী বিদ্যুাৎ সাব স্টেশনে গিয়ে গন্তব্যে স্থানে পৌছায় । এতে প্রায় শতাধিক দৌড় প্রতিযোগিদের মধ্যে দৈনিক আমাদের সময় কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি মোঃ নাঈমুজ্জামান নাঈম ৩য় স্থান অর্জন করেছেন । ১ম স্থান অর্জন করেছেন কুলিয়ারচর থানা এসআই আলী আকবর ও ২য় স্থান অর্জন করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী রাকিবুর রহমান রফিক ।
মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাজরা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথিকা রাণী সাহা, ২য় স্থান উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাছিমা বেগম ও ৩য় স্থান অর্জন করেছেন লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মদিনা আক্তার ।
উক্ত দৌড় প্রতিযোগিতায় উপজেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, থানা স্টাফ, স্বাস্থ্য বিভাগ, আনসার, বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক-সহকারী শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন ।
এসময়, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সারমিনা সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর খসরু, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, থানা ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ ইদ্রিস মিয়া, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক ও উপজেলা প্রকৌশলী এম সাজ্জাদ হোসেন সহ সাংবাদিক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ।