রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ৭মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে বাঙালি জাতি খুঁজে পায় স্বাধীনতার দিকনির্দেশনা। নিরস্ত্র বাঙ্গালী স্বাধীনতার চুড়ান্ত স্বাদ নিতে মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ে। তার জাদুকরি ভাষণে বাঙালি জাতিকে স্বপ্নে বিভোর করে ছিলেন। তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯মাসের লড়াইয়ের পর স্বাধীনতা অর্জিত হয়।
প্রতিমন্ত্রী সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু মুর্যালের সামনে ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৭মার্চের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরিউক্ত কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর সেই ভাষণ বাঙালি জাতির কাছে সব সময়ই বিশেষ কিছু। যার কারনে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করে ভাষণটিকে। সংস্থাটি বিশ্বের ৭৮টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণও অন্তর্ভুক্ত করে।
আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড, বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র-কামরুজ্জামান কামরুল, যুব মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাফিজ উদ্দিন, আলমগীর হোসেন লিটন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আব্দুল আলিম জিন্নাহ, আওয়ামীলীগ নেতা অজিত ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ দুটি আলোচনা সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।