হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক একটি দেশ গড়ার -মনিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ দারিদ্রমুক্ত একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেদাপাড়ার ইউনিয়নের বৈদ্যনাথতলা ধাম পূজা মন্দির, নেহালপুর বাজার পূজা মন্দির ও কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটি শারদীয় দূর্গোৎসবের পূজা মন্দির পরিদর্শনে গিয়ে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সকল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ।

মশিয়াহাটি পূজা মন্দির কমিটির সভাপতি কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা সব সময় চাইতেন, বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দেবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো আছেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মীনী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নারী নেত্রী তন্দ্রা ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, জেলা প্রশাসকের সহধর্মীনী আকলিমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না খাতুন, নুসরাত ইয়াসমিন, ওসি নুর-ই-আলম সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, নওয়াপাড়া পৌর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মশিয়াহাটী পূজা কমিটির সাধারণ সম্পাদক ফাল্গুন মন্ডল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শংকর রায়, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, এম এম ফারুক হুসাইন প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন