হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত বাফা বোর্ডের শ্রদ্ধা নিবেদন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

আমদানি ও রপ্তানী পণ্য পরিবহন কারীদের সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিযেশনের (বাফা) নবনির্বাচিত কার্যকরী পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সংগঠনের সভাপতি ডা. কবির আহম্মেদের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যরা জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এসময় বাফার সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিজান, নুরুল আমীন, খাইরুল আলম সুজন, কার্যকরী পরিষদের সদস্য খোরশেদ আলম, কামরুজ্জামান ইবনে আমীন, কাজী মাহফুজুর রহমান, মোঃ শাহ-আলম, জহিরুদ্দিন আহম্মেদ সরকার, সুমন হাওলাদার, মাজাহার ইসলাম, ফজলুর রহমান,গোপালগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, বশেমুরবিপ্রবির শিক্ষক তসলিম আহম্মেদ মুন্না, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস সহ বাফার সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বাফার নেতৃবৃন্দকে সংবর্ধনা জানান গ্রীন কার্গো ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।
এরপরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ সদর উপজেলার ৪ নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাদিউজ্জামান জাবেদ মোল্লা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন