ঝিকরগাছা( যশোর) প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ডান হাত ও পুরো মুখমণ্ডল, বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে, যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ।
যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ বলেন, এ ধরনের নোংরা কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে, তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে।
যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম বলেন, ধারণা করা হচ্ছে, যারা আওয়ামী লীগের বিরোধী, বঙ্গবন্ধুকে যারা মানতে পারে না; তারাই এ ঘটনা ঘটিয়েছে। এ সময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শাওন রেজা খোকা, শাহিন,আলিমুল,জাকির,নুরুল হক গাজী, তাজমুল, এছাড়া ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ।