কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতার ভাস্কর্যের অবমাননা, উগ্র মৌলবাদী গোষ্ঠীর ধৃষ্টতা ও দেশে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কুলিয়ারচর মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কুলিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে তা শেষ হয়।
এই সময় বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি, পাকিস্তানি প্রেতাত্মা ও তাদের দোসর আবারও দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে । স্বাধীনতা বিরোধী এই সকল উগ্র মৌলবাদী গোষ্ঠীকে সকল জায়গা থেকে প্রতিহত করতে হবে। তাদের আর ছাড় দেওয়া হবে না।
মুক্তিযোদ্ধা কমান্ডার, কুলিয়ারচরের সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন উক্ত মানববন্ধন কর্মসূচীতে।
s