নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর) :
কেশবপুরের পাঁজিয়ায় যুবলীগের উদ্যোগে, সোমবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, ভাস্কর্যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি পাঁজিয়া বাজারের বিভিন্ন সড়ক, প্রদক্ষিণ শেষে যুবলীগের নেতৃবৃন্দ প্রতিবাদ সভা করেন।
পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইনে,র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু। বক্তব্য রাখেন, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ইকবাল হোসেন ইমন প্রমুখ।
